বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ - ১৭:৫৫
গাজায় ইসরাইলি গণহত্যা, নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

গাজায় ইসরাইলের টানা হামলায় মানবিক বিপর্যয় আরও গভীর আকার ধারণ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ১৫২ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১,৩৫৫ জন এবং আহত হয়েছেন ১১৭,২৪৮ জন।

হাওজা নিউজ এজেন্সি: বিবৃতিতে বলা হয়েছে, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কারণ উদ্ধারকারী দলগুলো নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছে না। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিখোঁজ হাজারো ব্যক্তিকে মৃত ধরে নিয়ে প্রকৃত মৃতের সংখ্যা ৬২,০০০ ছাড়িয়ে গেছে বলে তারা মনে করছে।

গত ১৯ জানুয়ারির যুদ্ধবিরতি ভেঙে ১৮ মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এই নতুন ধাপে এখন পর্যন্ত প্রায় ২,০০০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫,২০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। অব্যাহত হামলায় গাজার অবকাঠামো পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, এবং খাদ্য, পানি ও চিকিৎসা সেবার সংকট চরমে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ২০২৪ সালের নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (ICJ) মামলা চলমান রয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha